নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ব্যবসায়ীদের লাঠি মিছিল ও সমাবেশ

মো: আল আমিন হোসেন :
চলমান অস্থিরতার সুযোগে সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে লাঠি মিছিল করেছে ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারের ব্যবসায়ীরা। উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে এই লাঠি মিছিল ও সমাবেশ হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে কিছু সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে। তারা কিছু ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচলনা করতে বিঘ্ন সৃষ্টি করে। সর্বশেষ শুক্রবার রাাতে সন্ত্রাসী হামলার শিকার হয় বাজারের কয়েজন ব্যবসায়ী। এর প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠি নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিএফসি মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে ব্যবসায়ীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হোসেন মিজি, ব্যবসায়ী নেতা মঞ্জিল হোসেন, মো. আলী, সোহেল বেপারী। তারা অভিযোগ করেন, নৈরাজ্যবাদীরা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুন্ন করছে। তাই তারা একত্রিত হয়েছেন। বাজারের নিরাপত্তা নিশ্চিতে তারা এখন দলমত নির্বিশেষে একত্রে কাজ করবেন। চুরি-ডাকাতি রোধে পাহারার ব্যবস্থা করবেন।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)