পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর অনলাইন ক্লাস প্রসঙ্গে

প্রেস বিজ্ঞপ্তি :
কোভিড-১৯ সংক্রমণের কারণে ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশুনা নিশ্চিত করতে অন লাইন ক্লাস নিচ্ছে চাঁদপুর ড্যাফোডিল গ্রুপের অন্যতম পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট।

করোনা মহামারী থেকে রক্ষা পেতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ অবসরে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা বিবেচনা করে বিএসডিআই এর সম্মানিত অধ্যক্ষ মো. সেলিম মিয়ার তত্বাবধানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুরু হয় অন লাইন ক্লাস।

নির্ধারিত রুটিন অনুযায়ী সপ্তাহে ৬ দিন শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করার সুযোগ পায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)