সালাউদ্দিন সোহাগ :
চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামের সৌদি প্রবাসী সাখাওয়াত হোসেন (৩২) প্রবাসে নতুন ভবনের উপর ট্যাংকির কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। সোমবার সাখাওয়াত হোসেন নিহত হওয়ার সংবাদ পৌঁছলে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
নিহত সাখাওয়াত হোসেনের বাবা শাহজাহান গাজী জানান, ২০০৭ সালের নভেম্বর মাসে তার ছেলে সৌদি আরব পাড়ি জমান। সেখানে প্রথমত বৈধ ভাবে করলেও মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে অবৈধ ভাবে কাজ করতেন। কিন্তু গত সোমবার বিকালে ভবনের ছাদে ট্যাংকির কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন। কিছুদিন পর ছেলে দেশে এসে বিয়ে করবে বলেও কথাবার্তা চলছিল।
বর্তমানে তার লাশ সৌদি আরবের হিমঘরে রাখা হয়েছে। ছেলের সঠিক কাগজপত্র ও ভিসা না থাকায় দেশে লাশ এনে দাফনের বিষয়টি অনিশ্চিতয়তা দেখা দিয়েছে। তিনি তার ছেলে সাখাওয়াতের লাশ ফেরত পেতে সৌদি আরব ও বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, সাখাওয়াত হোসেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। তার লাশ ফেরত পাওয়ার জন্য ইউপি পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহায়তা করা হবে।