শরীফুল ইসলাম :
প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে চাঁদপুরের আশিকাটি ইউনিয়নের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতহুল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া তাদের এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমিয়েছেন।
শনিবার (৫জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে আমেরিকান মেয়ে জিইনাবচনের সাথে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ দিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়া মোতাবেক শুভ বিবাহ করেন।
এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহবন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয় তার জন্য আমাদের দোয়া করবেন।