নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজ গভর্নিংবডিকে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগ কর্তৃক স্থগিত করা হয়েছে। বুধবার আপিল বিভাগ এ আদেশ দেন। চাঁদপুর জেলার সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিংবডির এক অভিভাবক সদস্যের দায়েরকৃত রিটের কারনে গত ২৭ জুন কলেজের গভর্নিংবডির কার্যক্রম মহামান্য হাইকোর্ট সাময়িকভাবে স্থগিত করেছিল এবং গভর্নিং বডি সাময়িকভাবে কোন কার্যক্রম চালাতে পারবে না।
বুধবার আপিল বিভাগ কর্তৃক এ আদেশকে স্থগিত ঘোষণা করে বলেছেন এখন থেকে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিংবডি পূর্বের ন্যায় সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রতিষ্ঠিত চাঁদপুরের স্বনামধন্য
ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন ও সুনাম নষ্ট করার জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। তার ধারাবাহিকতায় হাইকোর্টে কলেজের গভর্নিং বডির বিরুদ্ধে রিট করলে কমিটি সাময়িকভাবে স্থগিত করে, পরবর্তীতে আজ আপিল বিভাগ আগের রিট আদেশকে স্থগিত করে কলেজের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।