আমান উল্যা আমান :
সোমবার (১২ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপভ্যানের চাপায় শানজিদা আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সানজিদা আক্তার ওই গ্রামের সৈয়াল বাড়ির মাসুদ খানের মেয়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার ও পিকআপভ্যানটি জব্দ করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, শানজিদা আক্তার নিজের বাড়ির সামনে সহযোগী শিশুদের সাথে খেলার এক পর্যায়ে রাস্তার উপর চলে আসে। এ সময় লাকড়ি বোঝাই পিকাপের নিচে চাপা পড়ে শিশুটির মাথা থেতলে যায়। ঘটনাস্থানেই শিশু শানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় ঘাতক পিকআপভ্যানের চালক পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার এবং ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে । গাড়িটির চালককে আটক করার চেষ্টা চলছে।