নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে ভাতিজার দায়ের কোপে চাচা খুন হয়েছে। শুক্রবার দুপুরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজলু মিয়া (৬৫)। ঘটনার পর থেকেই নিহতের ভাই-ভাতিজারা গাঢাকা দিয়েছে।
সূত্র জানায়, উপজেলার ১১নং চরদুখিয়া ইউনিয়নে আলোনিয়া গ্রামে শুক্রবার জুমার নামাজ পড়ার প্রস্তুতি হিসেবে গোসল করে বাড়ি ফিরছিলেন ফজলু মিয়া। পথিমথ্যে বাড়ির আঙ্গিনায় গেলে পেছন থেকে তার ভাই জিন্নাহ মিয়া (৫০) ও তার ছেলে মহসিন মিয়াসহ তারা তিন ভাই পেছন থেকে ধারালো ছেনা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। ডাকচিৎকার শুনে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাশবর্তী রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকান্ড বলে স্থানীয়রা জানান।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব ঘটনাস্থল করেছেন। এ সময় তিনি বলেন, ওই ঘটনায় নিহত ফজলু মিয়ার ভাই ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।