নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০টি মাদক মামলার আসামী মো. শরীফ (২৯) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৮ মে) থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, এএসআই রবিউল, ইলিয়াছ, গোলাম রসূল ও শ্যামল শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শরীফ উপজেলার ষোলদানা গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন জানান, গ্রেফতার হওয়া শরীফ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী, মোটর সাইকেল চোর ও ১০টি মামলার আসামি। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়।
শুক্রবার আইনী পক্রিয়াশেষে আসামী শরীফকে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।