বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই এসএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শরীফুল ইসলাম :
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার ফলের সমারোহে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে; তখনই পরীক্ষা নেয়া হবে।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাশ।

এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল-বিন-বাশার, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী ও শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, ল²ণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সদস্য অধ্যক্ষ দেলায়ার হোসেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ইটিভি প্রতিনিধি নেয়ামত হোসেন, এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিজি। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।

শেয়ার করুন

Leave a Reply

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)