সুজন পোদ্দার :
বোনের বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়ায় মোস্তাফিজুর রহমান জয় (৩০) ও মহিন (২৮) নামের দুই বন্ধু লাশ হয়ে বাড়ি ফিরেছে। সোমবার রাতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের পাটওয়ারী বাড়ির মনোয়ার হোসেনের ছেলে মহিন তার বন্ধু একই বাড়ির তাজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান জয়কে নিয়ে বোনের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় মোটরসাইকেলে বেড়াতে যায়।
সন্ধ্যায় মহিন বন্ধু মোস্তাফিজুর রহমান জয়কে নিয়ে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলিয়াটগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পরে। এতে ঘটনাস্থলেই মহিন মারা যায়। স্থানীয় লোকজন জয়কে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পরও সেও মারা যায়।
নিহত মোস্তাফিজুর রহমান জয় ১০ মাস পূর্বে ও মাহিন ৮ মাস পূর্বে বিয়ে করে। তাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পালগিরী শানে মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় উভয় পরিবারের সদস্যসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।