ফয়েজ আহমেদ :
বুধবার (১৪ জুলাই) বেলা ১টা। রিক্সার গ্যারেজে প্রতিদিনের টুংটাং শেষে বাড়ি যাচ্ছিলেন মনির হোসেন। পথিমধ্যে একটি তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি। দুপুরের খাবার নিয়ে প্রতীক্ষায় আছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম ও শিশুকন্যা ফাইজা ইসরাত মিহিন (৫)।
প্রতিদিন একই সময়ে ভাত খেতে বাড়ি আসতেন মনির। স্ত্রী আর শিশুকন্যা কিংবা অনাগত শিশু কারো প্রতীক্ষায় ভ্রুক্ষেপ নেই মনিরের। শাহরাস্তি থানার লাশ রাখার কক্ষে পড়ে আছে নিথর দেহ। বাইরে স্বজনদের অপেক্ষা কখন থানার আনুষ্ঠানিকতা চুকিয়ে বাড়ি যাবে মনির।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন রিক্সা গ্যারেজের মেকানিক মনির হোসেন (৩৫)। সে পৌরসভার নাওড়া গ্রামের মৃত শফিক উল্যাহর পুত্র।
পুলিশ জানায়, ঘটনার সময় নিহত মনির বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় চাঁদপুর হতে কুমিল্লামুখী একটি তেলের লরি তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বেপরোয়া লরিটি পালিয়ে যায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, স্থানীয় জনতা ঘটনাস্থল হতে অন্য একটি তেলের লরি আটক করেছে। ঘটনায় দায়ী গাড়িটি আটকেপুলিশ চেষ্টা চালাচ্ছে।