নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা কৃষক লীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এবং জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক হিজবুল বাহার রানা। চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় নেতা সামিউল বাসির, কৃষ্ণ গোপাল, চাঁদপুর জেলা শ্রমিক লীগ নেতা এনায়েত উল্লাহ ঢালী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ছাত্তার সিদ্দিকী, আব্দুল হান্নান সবুজ, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর সাত্তার পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সফর আলী সওদাগার, চাঁদপুর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, কচুয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক মেহাম্মদ ওবায়েদ উল্লাহ, কচুয়া পৌর সভাপতি রকিবুল ইসলাম মহিন প্রমুখ।
সভায় চাঁদপুর পৌরসভার আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইভিএম প্রদ্ধতি চালু করেছেন মানুষের ভোটারিধাকার নিশ্চিত করার জন্য। এটা একটা নতুন পদ্ধতি, সাধারণ মানুষ এই প্রদ্ধতিতে অভ্যস্ত নয়। আপনারা ভোটাদের কেন্দ্রে আসার বিষয়টি নিশ্চিত করতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন দ্বিধা-বিভক্তি নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ।