মতলবে কোরবানির পশুর হাটে মানছে না কেউ স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে মানছে না কেউ স্বাস্থ্য বিধি। এতে মহামারী করোনা ভাইরাস এর মধ্যে এভাবে অবাধে ঘুরে বেড়ানোর কারণে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলায় নারায়নপুর ও নায়েরগাঁও বাজারে করোনা পরিস্থিতির মধ্যেও অনেক স্থানে কোরবানির গরু-ছাগলের হাট বসেছে। এ রকম একটি হাটে কয়েক হাজার গরু আনা হয়েছে বিক্রির জন্য।

এসব গরুর চারপাশে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার জটলা। অনেকের মুখেই মাস্ক নেই। কেউই সামাজিক দূরত্ব মানছেন না। ক্রেতাদের সঙ্গে বেশ কিছুসংখ্যক শিশুরও দেখা মেলে। এদিকে আগামী মঙ্গলবার থেকে উপজেলার বেশ কয়েকটি কোরবানির পশুর হাট শুরু হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদারকি জোরদার করা হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন