হাইমচরে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডা. দীপু মনির সহযোগীতায় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি : নূর হোসেন পাটওয়ারী

বিশেষ প্রতিনিধি :
হাইমচরে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে উপজেলার হাইমচর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং নীলকমল ইউনিয়নের নূর বাজারে পানিবন্দী পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর উপজেলার মধ্যচরে অনেক পানি উঠেছে। অনেক মানুষের ঘর বাড়িতেও পানি উঠেছে। তাই আমরা খাদ্যসামগ্রী নিয়ে এ পাড়ে ছুটে এসেছি। ডা. দীপু মনির আন্তরিক সহযোগীতায় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী মানুষেল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, আওয়ামী লীগ নেতা মিন্টু কবিরাজ, মানিক পাটওয়ারী, আলগী দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিসু সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ১২টায় নীলকমল ইউনিয়নের নূর বাজারে ইউপি সদস্য বাচ্চু মিয়া সরকারের সভাপতিত্বে ১৪০ জন জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

শেয়ার করুন

মন্তব্য করুন