নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক ব্যবহার গুরুত্বপূর্ণ। মতলব পৌর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১১জনকে জরিমানা করা হয়েছে। গত ১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন অভিযান চালিয়ে ১১জনকে ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন বলেন, আমাদের সবাইকে আরো বেশী সচেতন হতে হবে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সচেতনতার কোন বিকল্প নেই। আমাদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করার অপরাধে ১১ জনকে জরিমানা করা হয়েছে।