কামাল হোসেন খান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মীরপুর গ্রামের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া বৃদ্ধ শামসুল হক মোল্লা (৬৫) করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। মঙ্গলবার তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
গত শনিবার ফরাজীকান্দি ইউনিয়নের মীরপুর গ্রামের বাড়িতে করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান। তিনি চট্টগ্রাম থেকে অসুস্থ হয়ে বাড়ি এসেছিলেন। তিনি তিনি একটি জুটমিলে কাজ করতেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তার রিপোর্ট এসেছে করোনা পজেটিভ।
এক সপ্তাহ আগে গত মঙ্গলবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি চট্টগ্রাম থেকে তার বাড়িতে আসেন। তার পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশ দেওয়া হয়। তাদের নমুনাও সংগ্রহ করা হবে।