বোরহান উদ্দিন ডালিম :
আগামী ১২ সেপ্টেম্বর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কারণে বর্ধিত সভা স্থগিত করা হয়েছে। উৎসব শেষ হলে এ বর্ধিত সভা আয়োজনের বিষয়ে পরবর্তী নির্দেশনা দিবেন আমাদের দলের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বর্ধিত সভা আহ্বান করেন অ্যাড. রুহুল আমিন ও এমএ কুদ্দুস।