নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লিয়াকত হোসেন প্রধান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবারর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে লিয়াকত হোসেন প্রধান ১৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ৩৮ ভোট ও অপর প্রার্থী দেওয়ান মো. রেজাউল করিম পেয়েছেন ১২ ভোট পেয়েছেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।