মতলব সরকারি হাসপাতালে ৫ দালাল আটক : মোবাইল কোর্টে অর্থদন্ড

নিজস্ব প্রতিদেক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫১ শয্যাবিশিষ্ট মতলব সরকারি হাসপাতাল চত্বর থেকে ৫ মহিলা দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক জানান, হাসপাতাল চত্বরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা মহিলা দালাল দিয়ে রোগীদের টানাটানি এবং ভুল বুঝিয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতারিত হচ্ছে। দালাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন