আবদুস সালাম আজাদ জুয়েল :
চাঁদপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মাঠে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। জরুরী প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যাতে রাস্তায় বের না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। সরকারি নির্দেশ মোতাবেক চাঁদপুরে দোকানপাট এবং যাত্রীবাহী গণপরিবহন বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার প্রচুর যানবাহন ও মানুষকে রাস্তায় দেখা গেলেও সোমবার প্রশাসনের অভিযান কড়াকড়ি করায় যানবাহন ও মানুষের উপস্থিতি আবার কমেছে। সোমবার সকাল থেকে পুলিশ বিভাগের লোকজন সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সড়কে মানুষের চলাচলের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
সেনাবাহীর ২টি টিম সারা জেলায় তাদের টহল জোরদার করেছে এবং মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য কাজ করেছে। তারা দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য গোল চিহ্নিত স্থান অংকনেও কাজ করছেন। পাশাপাশি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাচ্ছেন।