জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা খাঁন বাড়িতে মৃত ব্যক্তির দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের ছোবলে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় ঘটে। নিহতদের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার বিকেলে ধেররা খাঁন বাড়ির ধেররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুস্তম খাঁন ইন্তেকাল করেন। মরহুমের দাফনের জন্য বাঁশ কাটতে গেলে একই বাড়ির মমিন খাঁনের (মনু) ছেলে মোঃ জামাল খাঁনকে সন্ধ্যা ৭টার সময় সাপে ছোবল দেয়।
স্থানীয়দের সহযোগিতায় জামাল খানকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১ঃ৫০ মিনিটে মোঃ জামাল খাঁন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উভয়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।