নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার কলাকান্দা ইউপির ৩নং ওয়ার্ডে দশানী লঞ্চঘাটের উত্তর পাশ থেকে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই নিদুল চন্দ্র কোপালী।
তিনি জানান, উদ্ধারকৃত মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর। মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এসআই নিদুল চন্দ্র কোপালী আরো বলেন, লাশটি ভাসমান অবস্থায় ছিল। মৃতদেহের শরীর থেকে অনেকাংশে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।