লকডাউনেও চাঁদপুর বড়স্টেশন পর্যটন এলাকায় দর্শনার্থীদের ভিড়

শরীফুল ইসলাম :
চাঁদপুরে করোনা ঝুঁকি ও লকডাউন মাথায় রেখেই চাঁদপুরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেডে ভ্রমনপিপাসুদের ভিড় লক্ষ করা গেছে। বৃহস্পতিবার দুপুরে বড়স্টেশন তিন নদীর মোহনা শত শত দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে। সরকারের বিধিনিষেদ উপেক্ষা করেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে জনসমাগত ঘটে।

এদিকে চাঁদপুর জেলা প্রশাসন থেকে বড়স্টেশন পর্যটন এরিয়া মোলহেডে ঘুরতে আসা নিষেধাজ্ঞা থাকলেও মানতে নারাজ আগত দর্শনার্থীরা। করনো ভাইরাস উপেক্ষা করেই জীবনের ঝুঁনি নিয়ে পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন অনেকে। এতে করে করোনা সংক্রমণের হার চাঁদপুরে আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বড়স্টেশনে আসা কয়েকজন জানান, প্রচন্ড গরম. এর মধ্যে করনো। একটু স্বস্তি পেতেই তিন তদির মোহনায় আসা। এখানে আসলে মন ভালো হয়ে যায়। প্রশাসন যদি নিষেধ করতো, তাহলে এখানে বাসের বেড়া এবং পুলিশ থাকতো।

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, আমার এলাকা এটি। সব সময় আমার এই স্থানে বিচরন। আমি যতটুকু সম্ভব মানুষকে সচেতন করি। প্রশাসনের পক্ষ থেকে বহুবার মোলহেডে অভিযান চালিয়ে জরিমানা করেছে। তাও মানুষ ভয় পায় না।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনার ভয়াবহতা দেখা দিয়েছে। এর থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। জনসমাগম থেকে অবশ্যই সকলকে দূরে থাকতে হবে। এছাড়া মাস্ক ও হ্যান্ড স্যনিটাইজার ব্যবহার করতে হবে। করোনার ভ্যাকসিন ইতোমধ্যে দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। যারা এখনো দেয়নি, তারাও প্রথম ডোজ রেজিস্ট্রেশন করে দিতে পারবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিম চন্দ্র বণিক বলেন, লকডাউনে জেলা প্রশাসনের ৩টি টিম মাঠে কাজ করছে। এই সময়ে পর্যটন এরিয়ায় প্রবেশ সম্পূর্ণ নিষেদ। তারপরও কিছু মানুষ সেখানে গিয়ে ভিড় জমায়। আমাদের পক্ষ থেকে মোলহেডে আরো নজরদারি থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)