ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগর (৭২) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ এশা উপজেলা সদরে অবস্থিত মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রবাসী মনছুর আহমেদের পিতা।