ফয়েজ আহমেদ :
মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান জীবন দুঃস্থ ও অসহায়দের মাঝে ফটোসেশনবিহীন ত্রাণ বিতরণ করেছেন। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে এসব ত্রাণ সামগ্রী উপকারভোগীদের বাড়িতে পৌঁছিয়ে দেয়ার কার্যক্রম সমাপ্ত হয়।
নিজেদের সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে রাতের আঁধারে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার কাজে অংশ নেন চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা নিবির সবুজ, তাহসান জুয়েল, তানভীর হাসান সাগর, সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সাকিব হাসান আয়ান, আব্দুল, মাহমুদুল, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান, ফারাহ্ আনান ইয়ামিন হোসেন, লিমন চিতোষি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল বেপারি, শাকিল হোসেন, ফরাদ হোসেন, আশিক প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান জীবন জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের ব্যক্তিগত অর্থায়নে জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শেখ মো. মোতালেবের পরামর্শে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম খানের নির্দেশনায় মরণঘাতি করোনা সংক্রমণ রোধে ঘরে অবস্থানকারীদের জন্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।