নিজস্ব প্রতিবেদক :
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে এসব নাম ঘোষণ করা হয়। এরা হচ্ছেন- সূচিপাড়া উত্তর ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণে মাহতাব উদ্দিন আহমেদ, চিতোষী পূর্ব ইউনিয়নে আবু ইউসুফ পাটওয়ারী, চিতোষী পশ্চিমে জাহাঙ্গীর মো. আদেল, রায়শ্রী উত্তরে মো. মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণে আবদুর রাজ্জাক, মেহের উত্তরে মো. মনির হোসেন, মেহের দক্ষিণে মো. রুহুল আমিন, টামটা উত্তরে মো. আলমগীর কবির মজুমদার, টামটা দক্ষিণে মো. শফিকুর রহমান মজুমদার।