নিজস্ব প্রতিবদেক :
হাইমচরে করোনার সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা তৈরি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কার্যক্রম চলছে। সোমবার সেনাবাহিনীর সহযোগিতায় হাইমচরের কাটাখালি, আলগী, জনতা বাজার এলাকায় অপ্রয়োজনীয় জনসমাগম রোধ, পার্শ্ববর্তী গ্রামসমূহে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব ও বাসগৃহে অবস্থান নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম ভুইয়া।
সহকারী কমিশনার (ভূমি) সচেতনতা কালে হাট-বাজারে অবস্থানকারীদের নিজ গৃহে অবস্থান করার আহবান জানিয়ে বলেন, ঘরে থাকুন, সুস্থ্ থাকুন, প্রশাসন আপনাদের সাথে আছে।