‘সারা বাংলাদেশে লিড দেওয়ার মতো মেধাবী সাংবাদিক চাঁদপুরে রয়েছে’

শরীফুল ইসলাম :
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায়ী জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী সাংবাদিক রয়েছে, যা বাংলাদেশের কোথাও গিয়ে এমন পাইনি আমি। সারা বাংলাদেশে লিড দেওয়ার মত মেধাবী সাংবাদিক চাঁদপুরে রয়েছে। এটা চাঁদপুর প্রেসক্লাবের গর্ব। সাংবাদিকতা স্বাভাবিক বা সাধারণ পেশা নয়, অনেক বড় মর্যাদার একটা পেশা। এই পেশায় অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। দূরদর্শিতার সাথে কাজ না করলে সমস্যার সম্মুখীন হতে পারে।

তিনি আরো বলেন, চাঁদপুরে আমাদের সম্পর্কে অনেক ভালো ভালো নিউজ হয়েছে। যা আমার কাজের ক্ষেত্রে অনেকটা অগ্রণী ভূমিকা রেখেছে। অনেকেই নিজের জীবন এই পেশায় দিয়ে দিয়েছেন। আমি চাঁদপুরবাসীর কাছে কৃতজ্ঞ।

বিদায় সংবর্ধনার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা পর্ব পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)