নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন নারী নেত্রী সুবর্ণা চৌধুরী (বীনা)। তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। একজন জনপ্রিয় নারী নেত্রী তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সদস্য বীনা চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের পুত্রবধূ সুবর্ণা চৌধুরী (বীনা)। তার স্বামী সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক।