মোঃ খুরশিদ আলম :
জেলা হাইমচর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার হাইমচর উপজেলাজুড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মেজবাহ উল আলম ভূইয়া। এই অভিযানের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার ও ফার্মেসী ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রেখে বাড়িতে অবস্থান করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উল আলম ভূইয়া জনগণকে বাইরে ঘোরাঘুরি না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে আহ্বান জানান।