নিজস্ব প্রতিনিধি :
হাইমচর উপজেলা সদর ও বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সব শ্রেণী-পেশার মানুষকে নিজ ঘরে থাকার জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাসদস্য ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কাটাখালি বাজারসহ বিভিন্ন এলাকায় সেনা সদস্যবৃন্দ সর্বস্তরের মানুষকে বুঝিয়ে সকর্ত করে দিচ্ছেন। সেনা সদস্যদের সচেতনামূলক কাজে সহযোগিতা করছেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবা উল আলম ভুঁইয়া।
এর আগেও হাইমচর উপজেলার আলগী বাজারসহ অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বক্স তৈরি, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ করোনা প্রতিরোধমূলক কাজ করেছেন সেনাসদস্যবৃন্দ।
এদিকে হাইমচরে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে স্বেচ্ছাসেবী লোকজন। এছাড়া ব্যাক্তি ও সামাজিক উদ্যোগে হাইমচরে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।