খান মোহাম্মদ কামাল :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো ৬জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার (১৫ জুন) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব উত্তরে নতুন করে আরো ৬জনের করোনা পজেটিভ আসায় মতলব উত্তর উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় সনাক্ত রোগীর সংখ্যা ২৫জন। এর মধ্যে মৃত ৩জন।
মতলব উত্তরে নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ফরাজীকান্দি আমিরাবাদ এলাকার কাতারিকান্দি গ্রামের ১২ বছরের বালক জামান (১২), তার বড় ভাই (১৪), চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিসের ২ নারী স্টাফ (৪৫) ও (৪০), টরকী গ্রামের নারী (৩৮), অন্য এক নারী (৫৫)।
এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী করোনায় আক্রান্ত হয়েছে। তিনি বর্তমানে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালী রয়েছেন।