জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাতানিশ আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকাগামী পিকআপ ভ্যানের ধাক্কায় লিয়াকত আলী মজুমদার (৬০) নামের পথচারী মৃত্যুবরণ করেন। নিহত বৃদ্ধ পাতানিশ গ্রামের জহির ডাক্তারের বাড়ির বলে নিশ্চিত করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পিকআপ ভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় সড়কের পাশে গিয়ে বৃদ্ধকে ধাক্কা দেয় এবং গাছের সাথে আটকে যায় ।
স্থানীয় ইউপি সদস্য সবুজ বলেন, সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়। চালক পলাতক রয়েছে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে নাস্তা খাওয়ার উদ্দেশ্য পাতানিশ-আড়ঙ্গ বাজারে রওনা দেন লিয়াকত আলী। পথে একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলীকে চাপা দেয়।
পরে গাছের সাথে ধাক্কা লাগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন পিকআপের চালকের সহকারী (হেলপার)। চালক ও সহকারীর নাম জানা যায়নি।
স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চালক তার সহকারীকে নিয়ে চলে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লিয়াকত আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।