নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জে পত্রিকা বিলিকারকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। সোমবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে স্থানীয় পত্রিকা বিলিকারকদের হাতে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুডুলস ও সাবান) তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, উপজেলার কোন দরিদ্র, অসহায় না খেয়ে থাকবে না। সবাইকে ধারাবাহিকভাব ত্রাণ দেয়া হবে এবং হচ্ছে। তারপরও যদি কেউ বাদ পড়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আমি তাকে তাৎক্ষণিক ত্রণি দেয়ার ব্যবস্থা করবো।