হানারচর ইউপি নির্বাচন স্থগিত করেছেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপি নির্বাচন অবশেষে চূড়ান্তভাবে স্থগিত করেছেন রিটার্নিং অফিসার। এর আগে গত সোমবার ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট বেঞ্চ। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ির রিটের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছে আদালত ।

হাইকোটের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানী শেষে নির্বাচন স্থগিতের আদেশ দেয়। আগামী ৮ সপ্তাহেট জন্যে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয় ।

হানারচার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ি রিটে উল্লেখ করেছেন, ইউনিয়ন ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি । একই স্থানে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে । এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে ।

উচ্চ আদালতের আদেশের পরও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এলাকার প্রচারণা চালায় একটি পক্ষ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে হানারচর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)