শাওন পাটওয়ারী :
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনার পর থেকে গৃহবন্দি সকল শ্রেণী-পেশার মানুষ। গৃহবন্দি সময়ে অহসায় মানুষের পাশে এসে দাঁড়ালো চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। বুধবার দুপুরে সদর উপজেলার রাজরাশ্বের ইউনিয়নের চরাঞ্চলের আসহায় কর্মহীন দুইশ’ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এস এম লুৎফর বলেন, করোনাভাইরাসের বাংলা দেশসহ সারাবিশ্বে মহামারীতে রুপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। কোস্ট গার্ড আসহায় মানুষের জন্য ত্রাণ সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে। আমরা আজ রাজরোরশ্বর ইউনিয়নের ২শ টি পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এম লুৎফর, সিপিও সৈয়দ দীন ইসলাম, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।