আক্তার মাঝিকে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত : শেখ ফরিদ আহমেদ মানিক

শাওন পাটওয়ারী/শরীফুল ইসলাম :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক ও চূড়ান্ত মেয়র প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থী ঘোষণার সময় বিএনপির মেয়র পদের অপর মনোনয়ন প্রত্যাশী শাহজালাল মিশন, হাজী মোশারফ হোসেন ও কাজী মোঃ ইব্রাহিম জুয়েলও উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি চাঁদপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি দীর্ঘদিন চাঁদপুর শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। জেলা ছাত্রদলের সাবেক এই সদস্য সচিব চাঁদপুর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন। এর আগের দু’টি পৌর নির্বাচনে বিএনপির চেয়ারম্যান/মেয়র পদের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে এবার’ই প্রথম দলের প্রার্থী হলেন তিনি।

শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, কাজী গোলাম মোস্তফা, ফেরদৌস আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল প্রমুখ।

প্রেস বিফ্রিংয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে আন্দোলনের অংশ হিসেবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। চাঁদপুরের বিএনপি ঐক্যবদ্ধ। ৪জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে আমরা দফায় দফায় বৈঠক করেছি। সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের একক প্রার্থী আক্তার হোসেন মাঝি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের কাছে একটাই অনুরোধ আপনারা অতীতে যেমন সঠিকটা লিখেছেন এবারও সঠিকটা লিখবেন। আপনাদের সঠিক লিখনে আমরা সাহস পাবো। আজকে প্রার্থী ঘোষণা করবো কিন্তু পুলিশ আপনাদের সামনে আমাদের নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে দাঁড়াতে দিচ্ছে না।

আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)