কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ক্লোন করে চাঁদা দাবি

মো. রাছেল :
কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভ’র মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন পেশার লোকজনের নিকট চাঁদা দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার একজন মেম্বার ও একজন সচিবের নিকট চাঁদা দাবি করলে তাদের কাছে চাঁদা দাবির বিষয়টি সন্দেহ হওয়ায় তারা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসে ঘটনা বললে তাৎক্ষণিকভাবে মোবাইল চেক করলে নাম্বরটি ক্লোন করা হয়েছে ধরা পড়ে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভ জানান, তার মোবাইল ফোন নাম্বার ক্লোন করে, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পেশার লোকজনের নিকট চাঁদা দাবি করা হয়েছে। বিষয়টি তিনি জানতে পেরে ফেইসবুকে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে কেউ উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে কোন অর্থ দাবি করলে তা প্রত্যাখান করার জন্য তিনি অনুরোধ জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)