খাদ্যপণ্য নিয়ে নিম্নআয়ের মানুষের দ্বারে আইয়ুব আলী

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসে থমকে গেছে সব। গত কয়েক দিন শ্রমজীবী মানুষের কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতার পাশাপাশি চাল, আলু, চিড়া, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পৌঁছে দিচ্ছেন নি¤œআয়ের মানুষের ঘরে ঘরে। মানুষজন ঘুম থেকে উঠার আগেই তাদের দরজায় গিয়ে নিজের হাতে খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছেন ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী। এতে করে নিম্ন আয়ের মানুষজন খুশি। আর দুর্যোগপূর্ণ এ সময়ে ঘরে বসেই খাদ্যপণ্য পাওয়ায় সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে সরকার ও আওয়ামী লীগের।

সহযোগিতাপ্রাপ্ত সদর উপজেলার শ্রমিক আবুল বাশার, নুরুল ইসলাম, জহির বলেন, আমাদের দিন আনি দিন খাই অবস্থা। এরই মধ্যে করোনাভাইরাসের কারণে গত কয়েক দিন ধরে কাজ-কর্ম সব বন্ধ রয়েছে। ঘরে চাল-ডাল কিছুই ছিল না। বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছিল। তবে এরই মধ্যে বুধবার সকালে ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ভাই নিজে বাড়িতে এসে চাল, ডাল দিয়ে গেছেন। তারা বলেন, এর আগে কখনোই কোন নেতা কিংবা ভাইস চেয়ারম্যান আমাদের বাড়িতে এভাবে চাল-ডাল নিয়ে আসেননি।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতার পাশাপাশি ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় শতাধিক ডিঙ্গি মাঝির মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে ডাকাতিয়াপাড়ে গিয়ে ডিঙ্গি নৌকা মাঝিদের কাছে চাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান টুটুল, ছাত্রলীগ নেতা আরিফ, আশিক, টিটু, মোস্তফাসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিঙি মাঝি মোস্তফা বলেন, গত কয়েক দিন ধরে ঘাটে যাত্রী নেই। আমাদের আয়ও কম। আইয়ুব ভাইয়ের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। তিনি বলেন, এর আগে কখনোই কোন ভাইস চেয়ারম্যান আমাদের ঘাটে এসে চাল-ডাল দিয়ে যাননি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতায় কাজ করছি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমার নির্দেশে আমরা অসহায় মানুষের মাঝে আমরা চাল, ডাল, আলুসহ বিভিন্ন সামগ্রী বাড়ি বাড়ি দিয়ে এসব খাদ্যপণ্য পৌছে দিচ্ছি। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে এসব সামগ্রী পৌঁছে দিচ্ছি। যেন কোন মানুষ এই দুর্যোগকালীন সময়ে নিজেকে অসহায় অনুভব না করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন