চাঁদপুরের আক্রান্ত ২ চিকিৎসক ও টেকনোলজিস্টের করোনা রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনায় আক্রান্তদের মধ্যে আরো ২জন করোনামুক্ত হয়েছেন। এরা হলেন- মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট মোঃ ফারুক হোসেন। চিকিৎসাধীন থাকার পর তাদের দু’জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ডা. মেহেদী ইতোমধ্যে সু্স্থ হয়ে বাড়িতে এসেছেন। আর টেকনোলজিস্ট ফারুকের আরেক দফা পরীক্ষার পর নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।

চাঁদপুরে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে সনাক্তদের মধ্যে ৩জন করোনামুক্ত হলেন। প্রথম আক্রান্ত মতলব উত্তরের জামাই কিছুদিন আগে করোনামুক্ত হন।

চাঁদপুর সিভিল সার্জন অফিসের শুক্রবারের হিসেব অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৩জন। এর মধ্য ১জন মৃত ও ৩জন করোনামুক্ত হয়েছেন। বাকী ৯জন বর্তমানে চিকিৎসাধীন।

এর বাইরে ঢাকায় মতলব উত্তরের আরো ২জন করোনায় আক্রান্ত এবং ১জন মারা গেছেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কয়েকজনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)