চাঁদপুরে আইসোলেশনে মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত ছিল

রহিম বাদশা/আবদুস সালাম আজাদ জুয়েল :
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট (করোনার প্রধানতম উপসর্গ) নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফরিদগঞ্জের শারমিন (১৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। শনিবার সকালে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদপুরে এ নিয়ে মোট ২জন করোনায় মারা গেলেন। ২জন’ই মারা যাওয়ার পর করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হলেন। তাছাড়া মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ১৪জন।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার কিশোরী শারমিন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগের রাত সাড়ে ১২টার দিকে সে সদর হাসপাতালে আসলে অবস্থা গুরুতর দেখে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়।

একই রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকার বৃদ্ধা আনোয়ারার (৭৫) রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া হাইমচরে মারা যাওয়া শিশু লিপির (৭) করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছিল।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার মোট ৩২টি রিপোর্ট এসেছে। আর ৩১টি রিপোর্ট নেগেটিভ এসেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন