চাঁদপুরে আরো ২জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর মতলব দক্ষিণের ১জন ও হাজীগঞ্জের ১জন। একই দিনে ৫জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন ও মতলব উত্তরের ১জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৮৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৪৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৫১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৩৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি করোনা পজেটিভ। বাকী ৩৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৮৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২১০জন, ফরিদগঞ্জে ৩০৬জন, মতলব দক্ষিণে ২৯৮জন, শাহরাস্তিতে ২৫৪জন, হাজীগঞ্জে ২৩৭জন, মতলব উত্তরে ২০৯জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ৯৬জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)