চাঁদপুরে আরো ২০জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ২০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, মতলব উত্তরের ৫জন, শাহরাস্তির ৫জন, হাজীগঞ্জের ৪জন ও কচুয়ার ১জন রয়েছেন।

একই দিনে করোনামুক্ত তথা করোনা থেকে সুস্থ হয়েছেন ১১জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, মতলব দক্ষিণের ২জন, শাহরাস্তির ২জন ও হাজীগঞ্জের ২জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) ১২৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ২০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১০৭টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯১০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৫২জন, ফরিদগঞ্জে ২১৬জন, মতলব দক্ষিণে ২০৩জন, শাহরাস্তিতে ১৯৫জন, হাজীগঞ্জে ১৮৫জন, মতলব উত্তরে ১৫২জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শুক্রবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭১৩১টি। রিপোর্ট এসেছে ৭০৯৬টি। রিপোর্ট অপেক্ষমান ৩৫টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯১০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৮০জন। চিকিৎসাধীন আছেন ৫৫৫জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৬৫জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৩৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৬জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৯০১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৩৯৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫০৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)