চাঁদপুরে আরো ৩২জনের করোনা শনাক্ত : মৃত বেড়েছে ২জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৩২জনের করোনা শনাক্ত হয়েছে বুধবার। এর মধ্যে শাহরাস্তির ১৭জন, চাঁদপুর সদরের ১৩জন এবং হাইমচরের ২জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর ও শাহরাস্তিতে উপসর্গে মৃত ২জন রয়েছেন। মৃত দু’জন হচ্ছেন চাঁদপুর সদরের ট্রাকঘাট এলাকার সফিকুল ইসলাম সাইফুল (৬৫) ও শাহরাস্তি মজিবুল হক (৬০)। তারা দু’জনেই করোনার উপসর্গে মারা যান।

বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৯জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৭জন, শাহরাস্তিতে ৮৪জন, মতলব দক্ষিণে ৭৪জন, হাজীগঞ্জে ৬৬জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৬জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।

জেলায় মোট ৪৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

বিস্তারিত আসছে…..

শেয়ার করুন

মন্তব্য করুন