চাঁদপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও ব্যবসায়ী মিহির পাটওয়ারীর ইন্তেকাল

আহছান উল্লাহ আখন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের সংগঠক এ কে এম বদরুল হুদা পাটওয়ারী (মিহির) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি মঙ্গলবার রাতে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তিনি পরিবার নিয়ে শহরের ট্রাকরোড এলাকায় বসবাস করতেন। বুধবার নামাজে জানাযা শেষে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মিহির পাটওয়ারী নবীন সল্ট এর ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর সমবায় জমি বন্ধকী ব্যাংক লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

এদিকে এ কে এম বদরুল হুদা পাটওয়ারী (মিহির) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আহছান উল্লাহ আখন্দ। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)