চাঁদপুরে আরো ৩৮জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৬৩২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৩৮জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৭জন, হাইমচরের ৭জন, মতলব দক্ষিণের ৯জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ১জন ও কচুয়ার ২জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (২৫ জুলাই) সকালে ৭০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৮টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩২টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৩২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬২৩জন, ফরিদগঞ্জে ১৮৫জন, মতলব দক্ষিণে ১৮২জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৪জন, মতলব উত্তরে ১৩১জন, হাইমচরে ১২৪জন ও কচুয়ায় ৭২জন।

জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৬৩৫৬টি। রিপোর্ট এসেছে ৬১১৮টি। রিপোর্ট অপেক্ষমান ২৩৮টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৬৩২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯৭১জন। চিকিৎসাধীন আছেন ৫৯০জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৫১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৭৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭১৫৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৩০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)