চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড : চার মাসে ১৬জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক আইসোলেশন ওয়ার্ডের চার মাসে ১৬জন করোনা পজেটিভ রোগী মারা গেছেন। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪জন করে মারা গেছেন।

এছাড়া করোনায় আক্রান্ত নন এমন আরো ২২জনের মৃত্যু হয়েছে উল্লেখিত সময়ে। মোট মৃত্যুর সংখ্যা ৩৮জন।

হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দেৌলা রুবেল এসব তথ্য জানান। তিনি জানান, ২৩ মার্চ চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড চালু হয়। ২৩ জুলাই এই ওয়ার্ডের ৪ মাস পূর্ণ হয়েছে।

গত ৪ মাসে আইসোলেশন ওয়ার্ডে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫১০জন। এর মধ্যে কোভিড-১৯ (করোনা) রোগী ১৯২জন ও নন কোভিড (সন্দেহভাজন) রোগী ৩১৮জন।

তিনি আরো জানান, ভর্তিকৃত ১৯২জন কোভিড রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫২জন। এই পর্যন্ত রোগী রেফার করা হয়েছে ৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৮জন।

হোম আইসোলেশনে আছেন ২৬জন। অন্যদিকে নন কোভিড ৩১জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৯জন। রেফার করা হয়েছে ৫৫জন।

ডা. রুবেল জানান, চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ৪ মাসে মারা গেছেন ৩৮জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৬জন ও কেরোনা নেগেটিভ ২২জন। আইসোলেশনে কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ৪৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)