চাঁদপুরে করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়ালো : নতুন আক্রান্ত ৩০

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ৩০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২২জন, মতলব উত্তরের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৩জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ২জন রয়েছেন। এসব আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়ালো।

বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) ৭৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪৮টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫১৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৭৪জন, ফরিদগঞ্জে ১৭৫জন, মতলব দক্ষিণে ১৬৯জন, শাহরাস্তিতে ১৫৭জন, হাজীগঞ্জে ১৫১জন, হাইমচরে ১১৪জন, মতলব উত্তরে ১১০জন ও কচুয়ায় ৬৯জন।

জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৬১৩০টি। রিপোর্ট এসেছে ৫৯০২টি। রিপোর্ট অপেক্ষমান ২২৮টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৫১৯জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৮৭জন। চিকিৎসাধীন আছেন ৫৬১জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৩০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৮জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৩৩৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৮২৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫১৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)