চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২০৮২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজলার। একই দিনে সুস্থ হয়েছেন ৭জন। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব দক্ষিণের ২জন ও মতলব উত্তরের ৩জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ২৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ২৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৮২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮২৯জন, ফরিদগঞ্জে ২৪২জন, মতলব দক্ষিণে ২২৪জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯০জন, মতলব উত্তরে ১৭৯জন, হাইমচরে ১৩৫জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৮৩০৫টি। রিপোর্ট এসেছে ৮২২০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২০৮২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬২৮জন। চিকিৎসাধীন আছেন ৩৭৮জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৯৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৭১জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২২জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৫৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭৮৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮০২জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)