চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৯৩৪জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, মতলব দক্ষিণের ১জন ও ফরিদগঞ্জের ১জন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৩৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৯জন। সুস্থ হয়েছেন ২৭৫৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৮৭জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনে ৫৬জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্টে ৪জনের করোনা শনাক্ত হয়েছে। বাকী ৫২জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৩৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৮৬জন, ফরিদগঞ্জে ৩২০জন, মতলব দক্ষিণে ৩১০জন, শাহরাস্তিতে ২৬৭জন, হাজীগঞ্জে ২৫৩জন, মতলব উত্তরে ২১৩জন, হাইমচরে ১৭৭জন ও কচুয়ায় ১০৮জন।

করোনায় জেলায় মোট ৮৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৯জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)